রাজশাহীতে ঈদ সালামির প্রলোভনে দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ঈদের সালামির প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) ভোরে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে, সোমবার ভোর সাড়ে ৪টায় নাটোর থেকে অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যার দিকে তাকে ঈদের সালামির প্রলোভন দেখিয়ে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ। এরপর পলাশ শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

পুলিশের জানায়, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর শিশুটিকে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে।

নগরীর শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিম শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্তকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।