রাজশাহীতে এবার আমের ফলন হয়েছে ১৩ দশমিক ২৮ মেট্রিকটন

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

জেলা প্রতিনিধি,রাজশাহীঃ 

রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। পর্যায়ক্রমে চলবে আগস্ট মাস পর্যন্ত। এসময় বাজারে গুটি আম ছাড়াও বিভিন্ন জাতের ১৩টির বেশি জাতের আম পাওয়া যাবে বাজারে। ফলে আম পাড়া ও বিক্রি নিয়ে এক টানা চারমাসের বিশাল কর্মযজ্ঞ চলবে রাজশাহীতে।এ নিয়ে রোববার (১২ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

জানা গেছে, চলতি এই মাসে গুটিসহ তিনটি জাতের আম গাছ থেকে পাড়া যাবে। এরমধ্যে ১৫ মে থেকে সকল প্রকার গুটি জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে। একই মাসের ২৫ মে থেকে গোপালভোগ/রানিপছন্দ, ৩০ মে থেকে খিরসাপাত এবং একই দিন (৩০ মে) থেকে লক্ষণভোগ/লখনা জাতের আম পাড়া শুরু হবে। একই সঙ্গে বাজারে পাওয়া যাবে।

একই সাথে জুন মাসে ল্যাংড়া, ব্যানানা ম্যাংগো, আম্রপালি ও ফজলি জাতের জাতের আম পাড়া শুরু হবে। এরমধ্যে ১০ জুন থেকে ল্যাংড়া/ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ২০ জুন থেকে ফজলি জাতের আম পাড়া শুরু হবে।

জুলাই মাসে বারি-৪ আম, আশ্বিনা ও গৌড়মতি আম বাজারে পাওয়া যাবে। এই আমগুলোর মধ্যে ৫ জুলাই থেকে বারি-৪ আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি জাতের আম পাড়া শুরু হবে। আর সর্বশেষ ২০ আগস্ট থেকে ইলামতি জাতের আম বাজারে পাওয়া যাবে। এছাড়া কাটিমন ও বারিআম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোছা. সাবিনা বেগম বলেন, রাজশাহীতে আগামি ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী আম পাড়া হবে। ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী জেলায় আমের সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৩১৫ মেট্রিকটন। এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। যার গড় ফলন ধরা হয়েছে ১৩ দশমিক ২৮ মেট্রিকটন।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যেন অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সেজন্যই কৃষি বিভাগের সমন্বয়ে ফল পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের সভা আহ্বান করা হয়েছে। সভায় ঘোষিত তারিখ অনুযায়ী গাছে সকল ধরনের গুটি জাতীয় আম ১৫ মে থেকে পাড়া যাবে। এর আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহীর প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকারসহ বাগান মালিক ও ব্যবসায়ীরা।