নিজেস্ব প্রতিবেদক:
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদীপথ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়, রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে ফ্লাইট ও ফেরি চলাচল বিঘ্নিত হতে পারে। এর আগে কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট কলকাতায় পাঠানো হয় এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল আটকে যায়।