স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
চ্যাম্পিয়ন্স লিগে ২০১৭ সালে বার্সেলোনা-পিএসজির শেষ ষোলোর ম্যাচের কথা মনে আছে? তখন বার্সার দায়িত্বে ছিলেন লুইস এনরিকে। তার অধীনেই প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখেছিল কাতালানরা। প্রথম লেগের ৪-০ গোলের হারের বদলাটা দ্বিতীয় লেগে নেয় ফরাসি জায়ান্টদের ৬-১ গোলে বিধ্বস্ত করে! সেই এনরিকে এবার পিএসজির কোচ। এবার সাবেক ক্লাব বার্সার মুখোমুখি তার দল।
অতীতের সেই লড়াইয়ের সঙ্গে তুলনা করলে এই ম্যাচের চ্যালেঞ্জটা হয়তো এনরিকের জন্য বেশি নয়। বার্সার ঘরের মাঠে জিতলেই পিএসজির সেমিফাইনাল নিশ্চিত। খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে টাইব্রেকার ছাড়া জয়ের জন্য ব্যবধানটা অন্তত দুই গোলে রাখতে। এক গোলে জিতলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। বার্সার জন্য হিসাব খুব পরিষ্কার। হার এড়ালেই সেমির টিকিট কাটবে তারা।
সমীকরণ যাই হোক; দুই দলই যে মাঠে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য নিয়ে যে নামবে সেটা নিশ্চিত। কারণ পিএসজি সর্বশেষ তিন বছর আগে সেমিফাইনাল খেলেছে। বার্সার বেলায় সেই খরাটা আরও বেশি। পাঁচ বছর আগে সেমিতে খেলেছে তারা। তার ওপর বার্সা কোচ জাভি হার্নান্দেস এই মৌসুম শেষে বিদায় নিচ্ছেন। ফলে এই ম্যাচ নিয়ে একটু বেশি করে ভাবছেন তিনি, ‘আমরা আসলে তেমন দল নই, যারা এগিয়ে থাকার সুবিধা নিয়ে বসে থাকবে। আমরা পিএসজির কাছ থেকে বল নিয়ে ম্যাচ জিততে চাই।’
বার্সা প্যারিসে প্রথম লেগে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি কোচ এনরিকে অবশ্য আত্মবিশ্বাসী তার দল নিয়ে। মনে করেন, দ্বিতীয় লেগে স্কোর লাইন বদলে দিতে পারবে তার দল, ‘প্রথম লেগ হারের পর পিএসজি কখনও দ্বিতীয় লেগ জেতেনি। কিন্তু মঙ্গলবার সেটা বদলানোর বিশেষ দিন। আমাদের ছেলেরা আরও বেশি সংঘবদ্ধ। যাদের কোনও অহঙ্কার নেই।’ ম্যাচটা মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটি মাঠে গড়াবে।