রান করেই সৌম্যকে দলে ফিরতে হবে: সহকারী কোচ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩
বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস

ক্রীড়া প্রতিবেদক:

আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের স্কোয়াডে নেই টাইগার ব্যাটার সৌম্য সরকার। স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি। সৌম্যের দলে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।

ঠিক কি কারণে দলের সঙ্গে সৌম্য অনুশীলন করছেন সেই প্রসঙ্গে পোথাস বলেন, ‘আমি নিশ্চিত নই। আমাদের জন্য এখন এটি পর্যবেক্ষণের সময়। আমরা চাই সে মানসিকভাবে ভালো থাকুক এবং খেলুক। কারণ আমরা জানি সে খুব ভালো ক্রিকেটার। আমি তাকে নেটে মাত্র তিনবার দেখেছি। কাজেই তার সম্পর্কে মতামত দেওয়ার জন্য এটি যথেষ্ট সময় নয়। আমাকে আরও সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে।’

দলে ফিরতে হলে সৌম্যকে রান করেই ফিরতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘অবশ্যই ও টপ অর্ডারে আগে ব্যাটিং করেছে। কিন্তু হেড কোচের সঙ্গে কথাবার্তা হয়নি এ ব্যাপারে। এখন আমরা পর্যবেক্ষণের একেবারে শুরুর দিকে আছি। ও ইমার্জিং প্লেয়ারদের সঙ্গে যাবে। ব্যাটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার মূলধন হচ্ছে রান করা। আপনাকে কেমন লাগছে, কী করতে পারেন, এগুলো অপ্রাসঙ্গিক। এটা আপনাকে সিস্টেমে আনতে পারে। কিন্তু দলে আসতে রান করতে হবে।’