রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু ইউক্রেনের

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী নতুন করে পাল্টা হামলা শুরু করেছে। রোববার (৫ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত আগস্টে কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। এই অঞ্চলে ফের নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একজন সিনিয়র কর্মকর্তাও কুরস্ক অঞ্চলে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, কুরস্ক অঞ্চল নিয়ে রাশিয়ানরা অনেক চিন্তিত। বিভিন্ন ফ্রন্ট থেকে তারা হামলা শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রিই ইয়ারমাক বলেছেন, হামলা সফল হয়েছে।

তিনি আরও বলেছেন, কুরস্ক অঞ্চল, শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্য, তাই পাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান চলছে। অন্যদিকে মস্কো বলেছে, তারা আর্টিলারি ও বিমান হামলার মুখোমুখি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে আগস্টে কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ ঘটে ইউক্রেনীয় বাহিনীর। এরপর তারা সেখানকার বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। তবে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে কিছু অঞ্চল থেকে পিছু হটে ইউক্রেনের বাহিনী।

কুরস্ক অঞ্চলে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনারাও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, ওই এলাকায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।