আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ২০টি ড্রোন ভূপাতিত করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।টেলিগ্রাম অ্যাপে ওলেশ্চুক বলেছেন, সোমবার দিবাগত রাতে মাইকোলাইভ, ওডেসা, খেরসন, ডিনিপ্রোপেট্রোভস্ক, পলটাভা, ভিনিটসিয়া ও লভিভ অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তিনি আরও বলেছেন, রাশিয়া চারটি এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর পরিণতি কী হয়েছে তা তিনি বলেননি।রয়টার্সের পক্ষ থেকে ওলেশ্চুকের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সোমবার দিবাগত রাতে পশ্চিম ইউক্রেনের লভিভ ওব্লাস্টে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। হামলার ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তৃতীয় বছরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টা পাল্টি ড্রোন হামলা নিয়মিত হচ্ছে।এর আগে রবিবার দিবাগত রাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ১৭টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।