‘রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানতে পারবেন। কোনো কাউন্সিলর অব অ্যাডভাইজার যদি মিটিং করেন তাহলে আপনারা জানবেন। আগামীকাল সাপ্তাহিক মিটিং রয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের যে বৈঠক সেটি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে আমাদের সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটামের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।