রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন করোনায় মৃত পুলিশ সদস্য
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
করোনায় মারা যাওয়া পুলিশ সদস্য আশেক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার মরদেহ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কেন্দ্রীয় গোরস্তানে পৌঁছায়। এরপর সেখানে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সন্ধ্যায় আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার পুলিশ সদস্যরা তাকে দাফন করেন।
ঢাকা বিমানবন্দর এলাকায় কর্মরত আশেক মাহমুদ ২৬ এপ্রিল করোনা সন্দেহে পরীক্ষা করান। ২৭ এপ্রিল রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) রাতে তিনি মারা যান।
আশেক মাহমুদের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় কাজে কর্মরত থেকে জনগণের সেবা করতে গিয়ে তিনি মারা গেছেন। ভাইয়ের স্ত্রী আর দুই সন্তানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘জনগণের খেদমত করতে গিয়ে জীবন দিয়েছেন আশেক মাহমুদ। জামালপুর জেলা পুলিশ আজীবন তাদের পাশে থাকবে। আমরাই তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো।’