রাসিক নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনী কেন্দ্রে ইভিএমসহ ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু করেন রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আহমেদ আলী।
এরপর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নিয়োজিত সকল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ ভোট কেন্দ্রের ভোটের সরঞ্জাম বুঝে নেন। মঙ্গলবার সন্ধ্যার আগেই সকল নির্বাচনী কর্মকর্তার নির্বাচনী সরঞ্জাম সহকারে নিজ নিজ ভোট কেন্দ্রে অবস্থান নিবেন।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ১৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ১৫৩টি ভোটকক্ষে (বুথ) সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আজকের (মঙ্গলবার) মধ্যেই স্থাপনের কাজ সম্পন্ন হবে।
রাসিক নির্বাচনে ভোটার তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ ও নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ছয় জন। এছাড়া নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। এবারই প্রথম সবগুলো ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।