রাসেল অ্যান্ড জুয়েল করপোরেশনের সঙ্গে মিডল্যান্ডের চুক্তি সই
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সেলিনা আক্তার
মিডল্যান্ড ব্যাংক এবং রাসেল অ্যান্ড জুয়েল করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ১৭ জানুয়ারি চট্টগ্রামে অবস্থিত মিডল্যান্ড ব্যাংক, আগ্রাবাদ শাখা, আস-সালাম টাওয়ার, ৫৭, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রামে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের ফলে, রাসেল অ্যান্ড জুয়েল করপোরেশনের তাদের দৈনন্দিন ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর শক্তিশালী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট’ ব্যবহার করতে পারবে।
মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের চট্টগ্রাম ইউনিট-১ এর প্রধান মোহাম্মদ আবু হেনা এবং রাসেল অ্যান্ড জুয়েল করপোরেশনের স্বত্বাধিকারী গোলাম রসুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের আসিফ রায়হান চৌধুরী, আগ্রাবাদ শাখা প্রধান, এস.এম. মিনহাজুর রহমান, এভিপি, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইউনিট-১, চট্টগ্রাম এবং শোরাব হোসেন, এসএভিপি এন্ড হেড, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন, চিটাগাং ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্ক্র্যাপ ও তামা জাতীয় আইটেম রপ্তানিতে রাসেল এন্ড জুয়েল কর্পোরেশন চট্টগ্রাম এর একটি প্রসিদ্ধ রপ্তানিকারক হিসেবে পারিচিত এবং তারা অনেক আগে থেকেই এই জাতীয় আইটেম রপ্তানি করে আসছে, যা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখছে। তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে এর ব্যবহার কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে।