বিনোদন ডেস্ক:
কন্যা ইরা খানের বিয়েকে কেন্দ্র করে অনেক দিন পর দেখা যায় সাবেক দম্পতি আমির খান ও রীনা দত্তর। সম্প্রতি নেটফ্লিক্সের শোতে হাজির হয়ে প্রথম স্ত্রী সম্পর্কে অনেক কথাই বলেছেন আমির।
আরও পড়ুন
অনেকেই হয়তো জানেন না, একটা সময় রীনার মন পেতে রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছিলেন অভিনেতা।
১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেন আমির। অভিনেতার বয়স তখন ২১, রীনার ১৯। তবে রীনার মন পাওয়া সহজ হয়নি আমিরের। তাঁদের প্রেমকাহিনি কোনো সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়।
পাশের বাড়ির মেয়ে রীনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ঠায় জানলার ধারে ওত পেতে বসে থাকতেন রীনার একঝলক দেখা পাওয়ার জন্য। সাহস করে মনের কথা বলেওছিলেন। কিন্তু ‘না’ বলে দেন রীনা।
বারকয়েক প্রস্তাব দিয়েও ‘হ্যাঁ’ করাতে পারেননি। বারবার নেতিবাচক উত্তর পাচ্ছিলেন। রীনার মন গলাতে রক্ত দিয়ে প্রেমপত্র লেখার পাগলামিও করেছিলেন আমির। তাতে আরও রেগে যান রীনা। কিন্তু মন গলতে বেশি সময় লাগেনি। আমিরকে ভালোবাসার কথা শেষমেশ স্বীকার করে নেন রীনা।