রূপগঞ্জে এসআই ও কনস্টেবলকে পেটালেন সিএনজি চালকরা

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবলকে মারধর করেন বিক্ষুব্ধ সিএনজি চালকরা।

বুধবার (৫ মার্চ) বিকালে পূর্বাচল উপশহরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু।

সিএনজি চালকরা জানান, গত কয়েকদিন ধরে পূর্বাচল উপশহরে তিনশ’ ফুট সড়কের কুড়িল এলাকায় সিএনজি চালকদের কাছে চাঁদা দাবি করেন বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জাহিদের লোকজন। সড়কে সিএনজি চালাতে হলে প্রতি মাসে গাড়ি প্রতি তিন থেকে চার হাজার টাকা চাঁদা ধার্য করেন তারা। সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০/১৫ জন সিএনজি ভাঙচুর ও চালকদের মারধর করেন। এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানালেও সিএনজি চালকরা এর কোনো বিচার পায়নি বলে অভিযোগ তাদের।

বুধবার (৫ মার্চ) সকাল থেকে ফের চাঁদার জন্য সিএনজি চালকদের ওপর চড়াও হয় রাকিব ও জিহাদ বাহিনির লোকজন। এ সময় তারা ৩/৪ জন সিএনজি চালককে মারধরসহ গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে সিএনজি চালকরা তাদের গাড়ি বন্ধ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে রাস্তায় অবস্থান নেন। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন।

বিকেলে তারা সব বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেন এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালায়। এ সময় বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছায়েম বলেন, ‘গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে সিএনজি চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর চড়াও হন।’

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।