পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) একটি বাতিল ঘোষিত এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিক ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ।
প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌঁছে। প্রথম ইউনিটের স্টার্টআপ এখন চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ মাস। ইউরেনিয়াম এসেম্বল স্টিক হ্যান্ডেলিং এবং কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়, যেটা আমরা রিজেক্ট করি।
তিনি আরও বলেন, গত ৩১ অক্টোবর দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। পরের দিন শুক্রবার সকাল ৭টার দিকে এটি ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরে আনা হয়। অন্যদিকে শুক্রবার রাতেই রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য ঢাকার উদ্দেশ্যে সড়কপথে পাঠানো হয়। শনিবার সকালে তা বিমানে রাশিয়ার পাঠানো হয়। প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছায়। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানায় প্রকল্প কর্তৃপক্ষ।