বিনোদন ডেস্ক:
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ‘তুম হি হো’ বা ‘হামারি অধুরি কাহানি’- গানের মাধ্যমে ভক্তদের মাঝে জায়গা করে নিয়েছেন। এরপর বলিউড থেকে টালিউডে গান গেয়ে প্রশংসিত হয় শ্রোতামহলে। ব্যক্তি জীবনে অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর ছোটবেলার প্রেমিকা কোয়েলকে বিয়ে করেন।
সম্প্রতি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন অরিজিৎ সিং ও কোয়েল। ভোট কেন্দ্রে যাওয়ার পর তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়।
এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্কুটিতে চড়ে ভোট কেন্দ্রে যাওয়ার পর ভক্তরা সেলফি তুলতে ছুটে আসেন। এক পর্যায়ে এক ব্যক্তি কোয়েলকে ধাক্কা দেন। এরপর রেগে গিয়ে অরিজিৎ তেড়ে যান, তবে তিনি শান্ত হয়ে সেই ব্যক্তিকে দূরে যেতে বলেন।
এ সময় কোয়েলকে বলতে শোনা যায়, ‘ধাক্কা-ধাক্কি মেরে, এসব করে কী করবি তোরা।”
উল্লেখ্য, বর্তমান প্রজন্মের মন ভাঙাগড়া যেন অরিজিৎয়ের সুরে অন্য মাত্রা খুঁজে পায়। তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন তিতি। কিছুদিন আগে দুবাই কনসার্টের মঞ্চ থেকে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের থেকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ফের চর্চায় উঠে আসেন।