ক্রীড়া ডেস্ক:
৬ মাস ২০ দিন আগে অর্থাৎ ঠিক ২০০ দিন আগে চীন থেকে একটি বাইসাইকেল নিয়ে বের হয়েছেন রোনালদোর ভক্ত জিয়াও গং। উদ্দেশ্য, সৌদি আরবের রিয়াদ শহরে আল নাসর ক্লাবের হেড কোয়ার্টারে আসবেন তিনি। কারণ, রোনালদোর সাথে দেখা করবেন তিনি। চাইলে বিমানেও আসতে পারতেন, কিন্তু রোনালদোর সাথে দেখা করার মুহুর্তটি স্মরণীয় করে রাখতে তিনি বাইসাইকেলে পাড়ি দিয়েছেন ১৩ হাজার কিলোমিটার পথ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে অপেক্ষা করছেন। সে সময় তার সাইকেলে আল নাসরের জার্সিসহ নানা জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজও ছিল। সেই কাগজটিতে লেখা ছিল, ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’ পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনালদোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায়।
দলবদল বিশেষজ্ঞ ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো রোনালদোর সঙ্গে ভক্তের সেই ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে কমেন্ট করেছেন নানা মানুষ। এক ভক্ত কমেন্টবক্সে লিখেছেন, ‘ভালোবাসার শক্তি।’
আরেক জন লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। সে ঝুঁকি নিয়ে এত দীর্ঘ পথ অতিক্রম করেছে রোনালদোর সঙ্গে দেখা করার জন্য। এটা অসাধারণ একটা ঘটনা।’