
ক্রীড়া ডেস্ক:
প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল পর্তুগাল। তবে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরো নেশন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। দুই লেগ মিলিয়ে পর্তুগাল এগিয়ে গেছে ৫-৩ ব্যবধানে।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে ষষ্ঠ মিনিটেই পেনাল্টি মিস করেন অধিনায়ক রোনালদো। এরপরও ৩৮ মিনিটে লিড পায় স্বাগতিকরা, যদিও গোলটি আসে ডেনিশ ডিফেন্ডার অ্যান্ডারসনের আত্মঘাতী ভুলে। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়।
বিরতির পর সমতায় ফেরে ডেনমার্ক। ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে ম্যাচে ফেরে অতিথিরা। তবে ৭২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে আবার এগিয়ে দেন। কিন্তু চার মিনিট পরই আবার সমতা ফেরান ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাও গোল করে পর্তুগালকে তৃতীয়বারের মতো লিড এনে দেন। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে ম্যাচ দাঁড়ায় ৩-৩ সমতায়। এরপর অতিরিক্ত সময়ে জ্বলে ওঠে পর্তুগাল।
অতিরিক্ত সময়ের শুরুতেই দ্বিতীয়বারের মতো জালের দেখা পান ট্রিনকাও। ১১৫ মিনিটে গঞ্জালো রামোস ম্যাচের পঞ্চম গোলটি করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয়ে ও দুই লেগে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে পৌঁছায় পর্তুগাল।