রোমানিয়া যাওয়া হলো না মালয়েশিয়া প্রবাসী যুবকের

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:

রোমানিয়ার টিকেট কনফার্ম করার কথা বলে বাসা থেকে বের হয়ে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মো: স্বপন (২০) নামে প্রবাসী যুবকের। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭ টায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ।

তিনি জানিয়েছেন, বুধবার বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে পড়ে ছিল তেজগাঁও রেলস্টেশনে, সেখানে লোকজন ভির করেছিলেন, এমন অবস্থা দেখতে পেয়ে শাহিন ও মহিউদ্দিন নামে দুই যুবক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি করান। উদ্ধারকারী যুবকদের বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশের (এএসআই) ফারুক আহমেদ। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আমরা দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছি, এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্যাম্বুপাড়া গ্রামের ভ্যান চালক মো: হোসেন এর ছেলে স্বপন। বর্তমানে কামরাঙ্গীচর রনিমার্কেট ভুট্টোর গলিতে পরিবারের সাথে থাকতো।

মৃতের ভাই গোলাম মোস্তফা ও বাবা মো: হোসেন জানিয়েছেন, স্বপন বেশ কয়েক বছর যাবত মালেশিয়া থাকতো, মাঝে মধ্যে দেশে আসতো। সম্প্রতি সে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্য দালালদের সাথে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে চলতি মাসের ২ তারিখ দেশে আসে। এবং রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালদের মাধ্যমে আজ (বুধবার) টিকিট কনফার্ম করার কথা ছিল। আর সেই কারণে বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যায় সংবাদ পাই সে ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে, পরে হাসপাতালে এসে তাকে পাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।