রোহিতের পর গিলকেও ফেরালেন মিরাজ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

পুঁজি মাত্র ৯৪ রানের। এই রানের মধ্যে ভারতকে আটকানো অসম্ভবই বটে। তবে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশের বোলাররা। ব্যাটারদের ব্যর্থতা পুরোপুরি কাটিয়ে তুলতে না পারবেন না এটি নিশ্চিত, কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই। সেটি ভেবেই মনোযোগ দিয়ে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানরা।

এরইমধ্যে দুই ভারতীয় টপঅর্ডারকে ফিরিয়েছেন মিরাজ। রোহিত শর্মাকে আউট করেছেন মাত্র ৮ রানে থাকতেই। তৃতীয় ওভারে ভারতীয় অধিনায়ককে হাসান মাহমুদের ক্যাচ বানিয়েছেন তিনি। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে শুভমান গিলকেও (১০ বলে ৬) এলব্ডিব্লিউ করেন মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৫৩ রান। যসস্বি জয়সওয়াল ২৮ আর বিরাট কোহলি আছেন ১১ রানে। জয়ের জন্য আর মাত্র ৪২ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে মাত্র ৯৫ রানের লক্ষ্য পায় ভারত।
আজ মঙ্গলবার ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে।

সাদমান ইসলামের সঙ্গে ৫৫ রানের দারুণ জুটি করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৮তম ওভারে দলীয় ৯১ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক।

দলীয় ২ রান যোগ করতেই আউট হয়ে যান ফিফটি করা সাদমান। ২৯তম ওভারে আকাশ দীপের বলে যসস্বি জয়সওয়ালের হাতে গালিতে ক্যাচ হন তিনি। ১০১ বলে ৫০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাদমান।ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে লিটন দাসকে (৮ বলে ১) তুলে নেন জাদেজা। ডানহাতি ব্যাটারকে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ বানান ভারতীয় স্পিনার।

এরপর আকাশ দীপের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের আবার বোলিংয়ে আসেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানকে (২ বলে ০) নিজের হাতের ক্যাচ বানান তিনি। অর্থাৎ ৩ উইকেটে ৯১ রান করা বাংলাদেশের ৯৪ রানে নেই ৭ উইকেট।

টিকে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৭ বলে ৯ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাইজুল ইসলামকে (১৩ বলে ০) এলবিডব্লিউ করেন বুমরাহ।
দশম উইকেটে ১৬ রানের জুটি করেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। বুমরাহর বলে ৬৩ বলে ৩৭ রান করে মুশফিক বোল্ড হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।