লক্ষ্মীপুরে তিন ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটা মালিকরা হলেন— বেলাল হোসেন, বাহার মোল্লা ও আশ্রাফুজ্জামান রাসেল।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান।ইউএনও রাহাত উজ-জামানের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন, সেনাবাহিনী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভাটাগুলো হলো- চর কাদিরা ইউনিয়নে বেলালের মালিকানাধীন মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের বাহারের মেসার্স লতিফ ব্রিকস ও তোরাবগঞ্জ ইউনিয়নের রাসেলের মেসার্স পাখি ব্রিকস।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠান মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেককেই ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, অভিযানের সময় ভাটাগুলোর চিমনি ও চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।