
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় দুই লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।সোমবার (২১ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন—দুই লেগুনার চালক মো. ইয়াসিন (১৮)ও মো. সোহাগ (২০) এবং লেগুনা যাত্রী মো. হাকিম(২৫)।বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল জানান, আজ সকালের দিকে শহীদনগরের আধা নম্বর গলিতে দুই লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই লেগুনার চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় লেগুনা দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।