লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম (২৮) অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। রোববার রাত ১২টায় উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জাহিদুল ইসলাম উপজেলার চৌধুরীহাট এলাকায় কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভান্ডার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতির অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে জাহিদুল ইসলামের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত করা হচ্ছে।