লিবিয়ার বেনগাজীতে বসবাসরতদের জন্য গণশুনানির আয়োজন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

লিবিয়ার বেনগাজী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য কনসুলার ও কল্যাণমূলক সেবা নিয়ে আগামী ২ মে একটি গণশুনানির আয়োজন করেছে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় জানানো হয়, গণশুনানিতে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার উপস্থিত থাকবেন এবং প্রবাসীদের মতামত গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

গণশুনানির মূল উদ্দেশ্য হলো, প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সরাসরি যোগাযোগ স্থাপন এবং একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। একইসঙ্গে প্রবাসীদের সেবা প্রাপ্তির নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা, দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধানে করণীয় সম্পর্কে অবহিত করা। এ ছাড়া, সেবা প্রদানের মানোন্নয়ন ও প্রক্রিয়াকে আরও গতিশীল করা গণশুনানি অন্যতম লক্ষ্য।
এ পরিপ্রেক্ষিতে বেনগাজী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের গণশুনানিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। বিশেষ করে দূতাবাস হতে পাসপোর্ট প্রাপ্তি, ট্রাভেল পারমিট (আউটপাস), বিভিন্ন নথিপত্র সত্যায়ন, আইওএম সহায়তায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনসহ যেকোনো মতামত ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরতে অনুরোধ করছে দূতাবাস।