ক্রীড়া ডেস্ক:
লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর চুক্তি নবায়ন করা না–করা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল, এই জানুয়ারিতেই হয়তো নতুন করে চুক্তি নবায়ন হবে সালাহর।
কিন্তু মাস শেষ হতে চললেও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে লিভারপুল সমর্থকদের মধ্যে চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করা সালাহকে হারানোর আশঙ্কা বেড়ে গেছে।
এর আগে সালাহ নিজেও বলেছিলেন, এটা লিভারপুলে তার শেষ বছর। এবার লিভারপুল ছাড়ার আগে নিজের শেষ ইচ্ছা কী, সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ। বলেছেন, ক্লাব ছাড়ার আগে আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিততে চান তিনি।
২০১৭ সালে সিরি ‘আ’ ক্লাব এএস রোমা ছেড়ে লিভারপুলে আসেন সালাহ। এরপর ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন সালাহ। ক্লপের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন সালাহ।
এর মধ্যে লিভারপুল এবং প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের কাতারেও উঠে এসেছেন তিনি।
এমনকি ক্লপের বিদায়ের পর চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনেও আলো ছড়াচ্ছেন সালাহ। এখন পর্যন্ত চলতি মৌসুমে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন সালাহ।