লোকসভা নির্বাচন: তিনদিন বন্ধের পর চালু বাংলাবান্ধা স্থলবন্দর

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৪

জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ  

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আসনের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আজ শনিবার হতে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। কার্যক্রম পুনরায় চালুর বিষটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি অমৃত অধিকারী।লোকসভা নির্বাচনের কারণে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার সকালে স্থলবন্দরের কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়।

বন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি বন্দর খোলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনদিন বন্ধ থাকার পর শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির সহ পাসপোর্ট-ভিসাধারীরাও যাতায়াত করতে পারবে। এছাড়াও বন্দরের সকল কার্যক্রম চালু থাকবে।