শততম ওয়ানডেতে অধিনায়ক মিরাজ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অপ্রত্যাশিতভাবে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত ইনজুরিতে পড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারছেন না তিনি।

প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগ আবার মেহেদী মিরাজ পেয়েছেন তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি।
এর আগে মিরাজ লোয়ার অর্ডারে ব্যাটিং করতেন। স্লগে রান তোলা ছিল তার দায়িত্ব। ওই জায়গায় বেশ ভালো ব্যাটিং করেছেন। ওয়ানডে ফরম্যাটে ওপেনিং করে গত এশিয়া কাপে তিনি সেঞ্চুরিও পান। সাকিব পরবর্তী সিরিজে তাকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে চায় দল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে চারে ব্যাটিং করানো হচ্ছে।

অবশ্য ওই পজিশনে এখনও সেরাটা খেলতে পারেননি ডানহাতি এই স্পিন অলরাউন্ডার। মিরাজ আফগানদের বিপক্ষে শেষ এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে জানান, প্রথম দুই ম্যাচে শুরুতে ব্যাটিং ভালো হয়েছে। যে কারণে ভালো রান করার পরিকল্পনায় এই সিদ্ধান্ত তার।