খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের মিশন এখন পর্যন্ত শুরু করতেই পারেনি বাংলাদেশ। তার আগেই টাইগাঁর শিবিরে ভর করেছে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা। সহ-অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাওয়া তাসকিন আহমেদ চোট থেকে ফিরবেন, এটা যেমন শতভাগ নিশ্চিত, তেমনি তার বোলিং পার্টনার কে হবেন, তা নিয়ে আছে অনিশ্চয়তা। শরিফুল ইসলাম বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে পারেন, সেটাই বাংলাদেশের জন্য এখন বড় খবর।
গেল ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতের আঙুলে চোট পান শরিফুল ইসলাম। বোলিং করার সময় ব্যাটারের ব্যাট থেকে আসা বল ঠেকাতে গিয়েই আঙুলে চোট পান টাইগার এই পেসার। এরপর সেখানে পড়েছে ৬ সেলাই, যে কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না শরিফুলের যা এক প্রকার নিশ্চিত। এমনকি কবে নাগাদ খেলতে পারবেন সেটাও এখনো অনিশ্চিত।
শরিফুলকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বলেন, ‘ইনজুরি একটা বড় ভাবনা হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে। যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুল ইনজুরিতে পড়েছে। তার ইনজুরি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। ৬টি সেলাই লেগেছে আপনারা জানেন। রিকভারি মূল্যায়ন করতে আরও কদিন অপেক্ষা করতে হচ্ছে।’
অবশ্য শরিফুলকে নিয়ে কিছুটা অপেক্ষা করার পক্ষে প্রধান নির্বাচক। ‘বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে, একজন পেস বোলার ক্যারি করছি, হাসান মাহমুদ তিনি আমাদের সাথে আছেন। শরিফুলকে পেতে আমরা আগ্রহী। আমরা কোন পর্যন্ত যেতে পারি, সেটাও একটা ব্যাপার। ৯ তারিখে আর একটা মূল্যায়ন করে দেখি, কতোটা ইমপ্রুভ করে সেটা আগে দেখি। এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার। ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে। তখন একটা সিদ্ধান্ত নেয়া যাবে।’
তাসকিন আহমেদকে নিয়ে লিপু বলেন, ‘আশার কথা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে আমরা পেলাম, সেখানে আশা করা যাচ্ছে তার যে রিকভারি এবং তার যে পারফরম্যান্স এনালাইসিস সে অনুয়ায়ী আমরা আশা করতে পারি, যদি অন্য কোনও ব্যাঘাত না ঘটে তাহলে তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন। এখন পর্যন্ত মেডিক্যাল টিম থেকে আমরা এটাই জেনেছি।’