শাবিতে ক্লাস-পরীক্ষা শুরু ২০ অক্টোবর থেকে

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ক্লাস ও পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে শাবির ক্লাস এবং পরীক্ষা শুরু হবে। বিভাগগুলো পৃথকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। তবে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম আগামী ১৯ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ছাত্রদের হলে উঠার বিষয়ে বলা হয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ছাত্ররা নিয়ম মেনে হলে উঠতে পারবেন।
অন্যদিকে সিন্ডিকেট সভার আগে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।