শামিমের সঙ্গে বিয়ে ও হলুদের ছবি ভাইরাল, যা বললেন তানিয়া বৃষ্টি

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বিনোদন ডেস্ক :

অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি এই দুই তারকাই তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের ‘বিয়ের ছবি’ শেয়ার করেছেন।

এরপরই জনমনে প্রশ্ন, তাহলে কি বিয়ে করেছেন শামিম-তানিয়া জুটি?

তাদের এই প্রশ্নে আরও ঘি ঢেলে দেয় তানিয়া বৃষ্টির হলুদের শাড়ির একটি ছবি। একইদিন ফেসবুকে হলুদ শাড়িতে, হলুদের সাজে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দেন, ‘থার্সডে স্টিকার’।

অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া বৃষ্টি। ঠিক এর পরেরদিনই শুক্রবার শামিমের সঙ্গে বিয়ের সাজে ছবিটি পোস্ট করেন তিনি।

এই জুটি বিয়ের ছবি পোস্ট করার পরেই ভক্তরাও তাদেরকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অনেকেই আবার এটি কোনো নাটকের দৃশ্য বলেও মন্তব্য করেন।

তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় ছিলেন শামিম-তানিয়া দু’জনেই। যে কারণে ভক্তদের মাঝেও নানা জল্পনা-কল্পনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। আর সেটি বুঝতে পেরেই বিয়ে ও হলুদের ছবির গোমর ফাঁস করলেন তানিয়া। অভিনেত্রী জানালেন, এটি একটি নাটকের বিয়ের দৃশ্য। বাস্তবের কোনো বিয়ে নয়।

তানিয়া ঠাট্টা করে বললেন, কেউ ঠেলা ঠেলি করবেন না, এটি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক। অভিনেত্রীর সুর শোনা গেল শামিমের কণ্ঠেও। এই অভিনেতা বললেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’।

প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে দীর্ঘদিন আরশ খানের প্রেমের গুঞ্জন ছিল। এই জুটি একসঙ্গে চুটিয়ে কাজ করেছেন। তবে আরশের সঙ্গে হঠাৎই বিচ্ছেদের পর শামিম হাসান সরকারের সঙ্গে জুটি গড়েন তানিয়া বৃষ্টি। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে শোবিজমহলে।