শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রাসহ নুরুল আলম নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার (৩০ আগস্ট) বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক নুরুল আলমের বাড়ি সিরাজগঞ্জের দৌলতপুরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের অপচেষ্টা করেন ওই যাত্রী। তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫০০ সৌদি রিয়ালের ৩৭৭টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ৭২ হাজার ২৫০ টাকা, এক হাজার আমিরাতি দিরহামের ১০টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা, ২০০ আমিরাতি দিরহামের ৫টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা, ১০০ আমিরাতি দিরহামের ২৭টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা, ৫০ আমিরাতি দিরহামের একটি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৫০০ টাকা, ৫০ ওমান রিয়ালের ৪টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা, ২০ ওমান রিয়ালের ১০টি নোট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। ওই যাত্রী অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।