শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দ্বিতীয়দিনের মতো শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। গতকাল একই দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের জড়ো হতে দেখা যায়। যদিও সকাল ১০টা থেকে তাদের সেখানে অবস্থান নেওয়ার কথা ছিল।

আন্দোলনকারীরা জানান- গতকাল যারা আন্দোলনে এসেছিলেন, তাদের অনেকেই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তারা আসতে পারেননি। অনেক আন্দোলনকারী এখনও পথে আছেন। তারা আসলেই আমাদের মূল কর্মসূচি শুরু হবে।
তারা আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর, যা অন্তত দেড় শতাধিক দেশে বাস্তবায়ন ঘটানো হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। যদিও শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছিলেন আন্দোলনকারীরা।

এসময় সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সব সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নানা কাজে রাস্তায় বের হওয়া মানুষজন।