
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন।
দগ্ধ ব্যক্তিরা জানান, তারা শাহবাগে ফুলের মার্কেটসংলগ্ন একটি টিনশেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করেন। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে তারা নিজেরাই রিকশাযোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, রাত ৯টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১০টা ৫৫ মিনিটে শাহবাগের ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করেছে।
কাজী নাজমুজ্জামান বলেন, আগুনে শাহবাগ মোড়ের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত টাকার তা জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।