শাহ আমানতে আড়াই কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা মুদ্রা ২ লাখ ৫ হাজার ৭১৪ মার্কিন ডলারের সমতুল্য।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম ওই যাত্রীকে বিমানের ভেতর থেকে আটক করে।
জানা যায়, তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে তার চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা), ৪৬ হাজার দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।