শিবচরে আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধে ধস

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের একটি বেড়িবাঁধ ধসে গেছে। গত শনিবার বিকেল থেকে বহেরাতলা-কলাতলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) করা বাঁধটির কিছু অংশ ধসে যায়। এতে ওই এলাকার কয়েকটি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাঁধের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তবে পাউবোর দাবি, নদে অবৈধ ড্রেজার বসিয়ে একটি অসাধু চক্র বালু উত্তোলন করায় বাঁধে ধস দেখা দিয়েছে।
জানা গেছে, আড়িয়াল খাঁ নদের বহেরাতলা-কলাতলা পয়েন্টে ভাঙন ঠেকাতে ২০২০-২১ অর্থবছরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় ২৮ কোটি টাকা। শনিবার বিকেল থেকে বাঁধে ভাঙন শুরু হয়। এতে নদের পাড়ের স্কুল, মাদ্রাসা, মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠান ভাঙন ঝুঁকিতে রয়েছে। ভাঙনকবলিত এলাকায় গতকাল থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পাউবো।
এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণে নিম্নমানের কাজের কারণে ভাঙন দেখা দিয়েছে। আর বিষয়টি গোপন রাখতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড নিম্নমানের কাজ করেছে। এতে সহযোগিতা করেছেন এলাকার কিছু নেতা।
স্থানীয় তারেক হোসেন বলেন, নিম্নমানের কাজ করায় বেড়িবাঁধ ধসে যাচ্ছে। সে সময় নিম্নমানের কাজ হলেও কিছু ক্ষমতাধর ব্যক্তির কারণে কেউ বাধা দিতে পারেনি। ঠিকাদার খুলনার হলেও তাদের সহযোগিতা করেছেন স্থানীয় কিছু নেতা। তখন যে দুর্নীতি হয়েছে, তার খেসারত দিতে হবে এলাকার মানুষকে।
শাহাদাত হোসেন নামে একজন বলেন, জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ করা গেলেও আগামী বর্ষায় এলাকায় বড় ধরনের ক্ষতি হবে। যে বাঁধ ভাঙন রক্ষার জন্য করা, সেই বাঁধই আজ ভাঙনের কবলে।
এদিকে পাউবোর দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ওই বাঁধের আশপাশে ৪-৫টি ড্রেজার বসিয়ে রাতদিন বালু কেটে নিত। এর ফলে বেড়িবাঁধে ধসের সৃষ্টি হয়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, বাঁধ ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ড্রেজারে মাটি কেটে নেওয়ার ফলে বাঁধটি ধসে গেছে। বিষয়টি এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি। ধস প্রতিরোধে সেখানে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছি।