শিল্পীদের প্রেম থাকতে হয়, না হলে ক্রিয়েটিভিটি আসে না: কুসুম শিকদার
![শিল্পীদের প্রেম থাকতে হয়, না হলে ক্রিয়েটিভিটি আসে না: কুসুম শিকদার](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/58-2.webp)
বিনোদন ডেস্ক:
শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী কুসুম শিকদার। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমকর্মীদের প্রেমবিষয়ক প্রশ্নে এমন কথা বলেন তিনি।
এ সময়ে আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, এ সময় কুসুম শিকদার বলেন,’১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।’ প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’
কিছুদিন আগে কুসুম শিকদার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমেই প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার।