শুক্রবার থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক যাত্রা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে আগামীকাল শুক্রবার (৭ জুলাই) থেকে পরীক্ষামূলক ট্রেন চলার কথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএল জানায়, ‘শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।’

কোম্পানিটি আরও জানায়, মেট্রোরেলের এ পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গতমাসে সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচলে উদ্বোধন করবেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।