বিনোদন ডেস্ক:
চলতি বছরের শুরুতেই বলিপাড়ায় শোনা যায়, প্রেমে জড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দু’জনকে একসঙ্গে বিভিন্ন পার্টিতেও ঘুরে বেড়াতে দেখা যায়।
তবে এরই মধ্যে বড়দিনে আলাদা দেখা মিলল সুহানা খান ও তার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দার। সবাইকে অবাক করে, দুজনে দু’জায়গাতে পার্টি করলেন।
বলিউড তারকাদের জন্য ক্রিসমাস পার্টির বন্দোবস্ত করেছিলেন জোয়া আখতার তার বাড়িতে। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খট্টরের মতো তারকারা একত্রিত হন।
আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। কারণ অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিল কাপুরদের বড়দিনের পার্টিতে।
জোয়া আখতারের পরিচালনায় বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। ক্রিসমাস সেলিব্রেশনের জন্য জোয়ার বাড়িতেই দেখা গেল শাহরুখন কন্যাকে। কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চের জায়গায়, এই পার্টি বেছে নিয়ে অনেককেই অবাক করেছেন সুহানা, যেখানে তার চর্চিত অগস্ত্য নন্দা উপস্থিত ছিলেন কাপুরদের ওখানেই।
দ্য আর্চিস দিয়ে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও। শোনা যায়, সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। ক’দিন আগে সালমান খানের বাড়ির একটি পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড।
সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। তাহলে কি সম্পর্ক শুরুর আগেই শেষ শাহরুখ কন্যা ও অমিতাভের নাতির? নেটিজেনরা অবশ্য তেমনটাই মনে করছেন।
সুহানা-অগস্ত্যার সম্পর্ক চর্চায় আসে জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেসময় পাপারৎজির ক্যামেরাতেও ধরা পড়েন এই তারকাকিড।