শেখ হাসিনার সঙ্গে ওআইসির রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

মো. সাইফুল ইসলাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতরা। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে আসেন তারা।

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ওআইসির রাষ্ট্রদূতরা। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী ওআইসির রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।