শেখ হাসিনা ফোনালাপে নাটক করছেন, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ একটার পর একটা ষড়যন্ত্র করে চলেছে উল্লেখ করে শেখ হাসিনার ফাঁস ফোনালাপকে নাটক বলে আখ্যা দিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যেকোনো কিছুর বিনিময়ে ঐক্য বজায় রাখতে হবে।

শনিবার (৯ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা হিন্দুস্তানের কাছে দেশ বিক্রির পরিকল্পনা করছেন বলেও এসময় মন্তব্য করেন তিনি।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বাস্তবে কি হাসু বুবু এই ফোন আলাপ করছেন নাকি নাটক করছেন আমার বোধগম্য নয়। এতকিছু পরও সে নাটকীয় ফোনালাপ কার সঙ্গে করছে। মাঝে মাঝে মনে হচ্ছে- নির্দেশ দিচ্ছে না বরং প্রেমিক-প্রেমিকার সংলাপ ছিল এসব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটা জিনিস করার আছে, তা হলো- হিন্দুস্তানের কাছে দেশটাকে বিক্রি করে দেওয়া। দর কষাকষি না করে সে (শেখ হাসিনা) মনে হয় আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। তার এই ইচ্ছা বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি, ব্যক্তি সত্ত্বা ও জাতি সত্ত্বা অবশ্যই দেশ বিকিয়ে দেবে না।’
দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহবায়ক সরাফত আলী। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব।

সভায় আহ্বায়ক সদস্য নূর নবী ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, দুবাই বিএনপির সাবেক সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সভাপতি মুছা আল মাহমুদ, দুবাই বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী মনসুর, ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু রাসেল, মক্কা প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি আল হেলাল সিআইপি, আজমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মনির প্রমুখ।

এসময় বক্তারা যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তারা বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচারণ করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সেটি প্রত্যাহার হয়ে গেছে। সভায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।