শেয়ার বাজারে ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৪৭টির দামই বেড়েছে

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৪

সেলিনা আক্তারঃ

বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাপটে গতকাল রবিবার দেশের শেয়ার বাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টির দরই বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৬টির। কমেছে ১৫৯টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। তথ্য পর্যালোচনায় দেখা যায়, দর বাড়া মোট কোম্পানির মধ্যে ৪৭টিই বিমা কোম্পানি। এতে সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৬.৭২ পয়েন্টে উঠে এসেছে। এদিন এই বাজারে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৫১ লাখ টাকা। টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিং, নাভানা ফার্মা, গোল্ডেন সন, ফরইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, লাভেলো আইসক্রিম এবং কহিনুর কেমিক্যালস।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২৩২টি কোম্পানির মধ্যে ৯৮টির দর বেড়েছে। কমেছে ১০১টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৭ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭ কোটি ৯১ লাখ টাকা।