শেরপুরের তিন আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন– শেরপুর-১ (সদর) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি নূরুজ্জামান বাদল।

তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও সেক্রেটারি জেনারেল নূরুজ্জামান বাদল। তাদের ভাষ্য, দেশে জামায়াতে ইসলামীই একমাত্র দল যারা তৃণমূলের মতামতের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দিয়েছে। নিয়মিত কর্মপরিষদের বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেই সঙ্গে সব প্রার্থীকে এখন থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।