শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

শেরপুর প্রতিনিধিঃ 

উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া, নলুয়া, বেতগাড়ি ও ঘাসুরিয়া গ্রামবাসীর উদ্যোগে সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে টাকাধুকুরিয়া প্রাইমারী স্কুল মাঠ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন, সীমাবাড়ি ইউপি চেয়ারম্যান শ্রী গৌরদাস রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া- ৫ আসনের (শেরপুর-ধুনট) সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মনসুর রহমান আকন্দ, রবিউল হাসান বাবু, রফিকুল আলম টিপু, ফজলুল হক, জাব্বারুল মনির, আব্দুল হালিম তালুকদার, শিল্পী রহমান, সাইফুল ইসলাম খান, শামীম কামাল সরকার। প্রতিযোগিতায় ক খ ও গ গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট ৯জন বিজয়ীসহ অংশগ্রহণকারী মোট ৬৪ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট ৬৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এ গ্রুপের প্রথম পুরস্কারপ্রাপ্ত ঘোড়া কিং খান, সওয়ারী জাতীয় কীর্তিসম্পন্ন তাসমিনা (১৬) মালিক টাকাধুকুরিয়ার মামুন খান। দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত ঘোড়া আন্ডার টেকার, সওয়ারী সজীব (১৬), মালিক হিজুলীর মামা-ভাগ্নে। তৃতীয় পুরস্কার প্রাপ্ত ঘোড়া পাওয়ার হর্স, সওয়ারী মারুফ (১৫), মালিক ধানগড়ার মামা-ভাগ্নে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল রেফ্রিজারেটর, বাইসাইকেল, এলডি টিভি ইত্যাদি। ফাইনাল প্রতিযোগিতার দিনে কয়েক হাজার নারী পুরুষ দর্শকের উপচে-পড়া ভিড় পরিলক্ষিত হয়।