![শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষকের](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/100-2.jpg)
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আকরাম হোসেন বোরোখেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে কৃষিশ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে গেলে এ দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।