জেলা প্রতিনিধি,নোয়াখালীঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী ভোটারদের শপথ করিয়েছেন। সোমবার (৬ মে) রাতে উপজেলার হারিছ চৌধুরী বাজারে নিজের আনারস প্রতীকে ভোট চেয়ে তিনি এ শপথ করান।
জানা যায়, আগামী ৮ মে (বুধবার) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম ও এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনের শেষ পথসভায় ভোটারদের হাত তুলে শপথ করান।
এ সময় আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, আমার বাবা এতদিন আপনাদের খেদমত করেছেন, আমি আগামীতে আপনাদের খেদমত করতে চাই। আমি আগামীতে বাবার একমাত্র সন্তান হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা হাত তুলে আমার আনারস মার্কায় ভোট দেওয়ার শপথ করেন।
সাবাব চৌধুরী আরও বলেন, আমি আপনাদের প্রার্থী। আপনারা ভোটের মাধ্যমে আমাকে জয়ী করলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। স্মার্ট উপজেলা নির্মাণে সহযোগিতা করেন। এর প্রতিদান আপনারা আমার থেকে পাবেন। দলে দলে লোকজন আনারসের পক্ষে মাঠে নামছেন। আমি জয়ের বিষয়ে শুতভাগ আশাবাদী।চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুর সভাতিত্বে অনুষ্ঠানে উত্তর ওয়াপদার চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, মোহাম্মদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।