
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, রাতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের ঢালে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন। পরে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িও শনাক্তের চেষ্টা চলছে।