শ্রীপুরে মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

 

মাত্র সাত মাসের শিশু সাওদা। এখনও ঠিক মতো ফুটেনি মুখে বুলি। সেই শিশুকেই মায়ের সঙ্গে যেতে হলো কারাগারে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুরের এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ আছমার বাড়িতে অভিযান চালায়। এ সময় আছমার স্বামী আলম পালিয়ে যায়। অভিযানে মাদকসহ আছমাকে আটক করে পুলিশ। এরপর থেকে সাওদাকে নিয়ে থানা হাজতে ছিলেন আছমা। আছমা ও তার স্বামী আলমের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সবশেষ গত আছমাকে কারাগারে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আমিনুর রহমান জানান, মাদক ব্যবসায়ী আলমকে ধরতে গেলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আলমের বসতঘর থেকে পাঁচশ’ গ্রাম গাজাসহ তার স্ত্রী আছমাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, আছমার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার শিশু বুকের দুধ পান করে। তাই শিশুটি মায়ের সঙ্গে থাকবে। সে জন্য মায়ের সঙ্গে শিশুকেও পাঠানো হয়েছে।