শ্রীলঙ্কার মাটিতে ১৪ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

দিমুথ করুণারতেœর বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। গলে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা। এই জয়ে ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

এশিয়ার মাটিতে এটি অজিদের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০২২ সালে পাকিস্তানে সিরিজ জিতেছিল তারা। এবার শ্রীলঙ্কায় একই সাফল্যের দেখা পেল দলটি। সিরিজের নায়ক স্টিভেন স্মিথ, যিনি ২৭২ রান করে সিরিজসেরা হয়েছেন।

অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০১১ সালে। এরপর দুই দফা সফর করেও সিরিজ জয়ের স্বাদ পায়নি তারা। এবার সেই হতাশা ঘুচিয়ে ঘরের মাঠে লঙ্কানদের হারিয়ে দিলো প্যাট কামিন্সের দল।

গলের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা, তখন তাদের লিড ছিল মাত্র ৫৪ রান। শেষ পর্যন্ত ৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিকরা। অজিরা সহজেই মাত্র ১ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায়।

শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান। দুই ইনিংস মিলিয়ে দুজনেই নিয়েছেন ৭টি করে উইকেট। পুরো সিরিজে তারা ৩০ উইকেট শিকার করেছেন, কুনেম্যান ১৬টি ও লায়ন ১৪টি। তাদের ঘূর্ণি জাদুতেই শ্রীলঙ্কা নিজেদের মাটিতে বিধ্বস্ত হয়েছে।