
নিজেস্ব প্রতিবেদক:
উজ্জ্বল ত্বক কে না চায়?অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। এতে কিছুদিনের জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়লেও তা দীর্ঘস্থায়ী হয় না। এ কারণে রাতে ঘুমানোর আগে দুটি উপকরণ ব্যবহার করলেই ত্বক হবে মসৃণ, সুন্দর। এগুলো হলো নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল। এ দুটি উপকরণ ব্যবহারে ত্বকের যেসব উপকার হয়-
ত্বককে আর্দ্র করে তোলে
নারকেল তেল আমাদের ত্বকের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে; কারণ এটি ত্বকে খুব সহজেই শোষিত হয়। একই সাথে, যখন এতে ভিটামিন ই ক্যাপসুল যোগ করা হয়, তখন ত্বক আরও বেশি হাইড্রেটেড হয়ে যায়। যদি আপনার ত্বক শুষ্ক এবং প্রাণহীন হয়, তাহলে আপনার এই দুটি জিনিসই ব্যবহার করা উচিত।
কালো দাগ দূর করতে সাহায্য করে
যদি আপনার মুখে দাগ এবং দাগ থাকে, তাহলে ঘুমানোর আগে মুখে ভিটামিন ই ক্যাপসুলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন। এই দুটি উপকরণ ব্যবহার করলে ত্বকে উপস্থিত কোষগুলি পুনরুজ্জীবিত হয়। এর ফলে অল্প সময়ের মধ্যেই ত্বকের কালো দাগ দূর হয়।
বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যে ভরপুর
ভিটামিন ই ক্যাপসুলে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এর ফলে ত্বক সুরক্ষিত থাকে। ত্বকের বলিরেখা দূর করতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করুন । এই দুটি উপাদান দীর্ঘ সময় ত্বকে তারুণ্যতা বজায় রাখে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন ই ক্যাপসুলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন।