সচিবালয় সংলগ্ন সড়ক অবরোধ সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-থ সিরিজের সিএনজিচালিত অটোরিকশা ঢাকা মহানগরীতে চলাচল বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করেছেন মালিক ও শ্রমিকরা। রাজধানীর তোপখানা রোডে সচিবালয়ের ৫ নম্বর গেট সংলগ্ন সড়কে বুধবার দুপুর দেড়টার দিকে বসে পড়েন আন্দোলনকারীরা।

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সড়ক বিভাগের উপদেষ্টা বরাবর তিন দফা স্মারকলিপি দিয়েও কোনো প্রতিকার না পেয়ে সচিবালয়ে এসেছেন বলে জানান আন্দোলনকারীরা। তারা সচিবালয়ের সামনের সড়কে ঢুকতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এসময় আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন মানুষজন।
সড়কে অবস্থান নিয়ে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির নেতারা হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন।

এসময় জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. জুয়েল মালতিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত রয়েছেন।