সড়ক-রেল-নৌপথে ৩৮ দিনে ৬৯৫ জনের প্রাণহানী

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
বাস-ট্রেন ও নৌপথে গত ৩৮ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬৯৫ জনের প্রাণহানী ঘটেছে। আর এসব ঘটনায় ৪ হাজার ৮৬৮ জন। ছোট-বড় মিলিয়ে এ সময়ের মধ্যে মোট ৩ হাজার ৩৫৪টি দুর্ঘটনা ঘটে। ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত এসব দুর্ঘটনাগুলো ঘটেছে। গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের প্রতিবেদনে উঠে এসেছে সড়কের এ চিত্র।
সংগঠনটি জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালসহ আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়। এছাড়া প্রত্যক্ষদর্শী, সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীরাও প্রতিবেদনে তথ্য দেন।
সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার পাঠানো প্রতিবেদনে বলা হয়, গত জুন মাস ও ঈদের ছুটিসহ মোট ৩৮ দিনে সড়কপথে দুর্ঘটনা কমেছে ৩৩ শতাংশ।
৬৯৫ জন নিহতের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত এক হাজার ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক হাজার ৩৭৩ জন, আর নিহত হয়েছেন ৭২ জন। এছাড়া ৭৫৭টি ট্রাক দুর্ঘটনায় এক হাজার ২৬৯ জন আহত ও নিহত হয়েছেন ৬৭ জন।


বাস দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৩৮ দিনে ৬৬০টি বাস দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক হাজার ১১৪৯ জন। আর নিহত হয়েছেন ৩০৭ জন। নির্ধারিত গতিসীমা না মেনে এবং বিশ্রাম না নিয়ে টানা ১২-২০ ঘণ্টা বাস চালানো ও বিভিন্ন অনিয়মের কারণে দুর্ঘটনাগুলো ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নসিমন-করিমন এবং অন্যান্য তিন চাকার বাহনের কারণে ৭১১টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৭৭ জন। আর নিহত হয়েছেন ২৪৯ জন।
নৌপথ দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ১-৩০ জুন পর্যন্ত নৌপথে দুর্ঘটনা ঘটেছে ৬৩টি। আহত হয়েছেন ১৭১ জন, নিহত হয়েছেন ৩৪ জন।
এছাড়া রেলপথে দুর্ঘটনা ঘটেছে ৮৪টি। এতে আহত হয়েছেন ১০৮ জন। আর নিহত হয়েছেন ৬৪ জন।
প্রতিবেদনে দাবি করা হয়, আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ করছেন প্রবাসী এবং পর্যটকরা।